৩ কেজি গাঁজাসহ ২ যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ

Cumilla24

২২ দিন আগে মঙ্গলবার, মে ২০, ২০২৫


#

ফরিদপুর জেলার ভাঙ্গায় শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় উপজেলার ব্রাহ্মণপাড়া এলাকার একটি চায়ের দোকানের সামনে থেকে ৩ কেজি গাঁজাসহ ২ যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

গ্রেফতাকৃতরা হলো: মাদারীপুরের শিবচর উপজেলার সূর্য্যনগর এলাকার মৃত রাজ্জাক মৃধার ছেলে দ্বীন ইসলাম মৃধা ওরফে দিল্লী (৩৫) ও একই উপজেলার দত্তপাড়া এলাকার সালাম মাতবরের ছেলে সজীব মাদবর (৩২)।

গ্রেফতারকৃত দুই যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা দায়ের শেষে শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।  

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ভাঙ্গা জোন) মোহাম্মদ মামুনুর রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দুই যুবককে গ্রেফতার করা হয়। দুই যুবকের বিরুদ্ধে ভাঙ্গা থানায় ১টি মাদক মামলা দায়ের শেষে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।


global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied