সরকারের নির্ধারিত মূল্য বাস্তবায়নে অভিযান, ২ পেঁয়াজের আড়তকে জরিমানা

Cumilla24

২২ দিন আগে সোমবার, মে ১৯, ২০২৫


#

সরকারের নির্ধারিত মূল্য বাস্তবায়নে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ফরিদপুর জেলা সদরের কানাইপুর ও নালারমোড় পেঁয়াজের হাটে অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর।

এসময় সরকার নির্ধারিত দামে পেঁয়াজ ক্রয়-বিক্রয় না করা, পাকা ক্রয়-বিক্রয় রসিদ না থাকা ও মূল্য তালিকা না থাকায় ২টি পেঁয়াজের আড়তকে জরিমানা করা হয়।

জরিমানা করা মেসার্স রতন ট্রেডার্সকে ১ হাজার টাকা এবং মেসার্স কামাল এন্টারপ্রাইজকে ১ হাজার টাকা সহ মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়।

আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান, ফরিদপুর জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ। 

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied