১৪ কেজি গাঁজাসহ আটক ২

Cumilla24

২৪ দিন আগে মঙ্গলবার, মে ২০, ২০২৫


#

জেলার সিংড়ায় প্রায় ১৪ কেজি গাঁজা ও ১টি মাইক্রোবাসসহ মো. সোলেমান আলী ওরফে ভোলাং (৩৮) ও মো. মাইদুল ইসলাম (৩২) নামে ২ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৫। অভিনব কায়দায় মাইক্রোবাসে রাখা অতিরিক্ত চাকার ভেতরে এসব গাঁজা বহন করছিলেন তারা।

২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় র‌্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

এর আগে, ভোর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলার সিংড়া উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের এসআর ফিলিং স্টেশনের ফুয়েল ডিস্ট্রিবিউশন পয়েন্টের সামনে চেকপোস্ট বসিয়ে আটক করা হয় তাদের।

সোলেমান আলী একই জেলার নাগেশ্বরী উপজেলার পশ্চিম রামখানা মিস্ত্রীটারী গ্রামের মৃত মোজাম্মেল হক ওরফে টগরুর ছেলে ও আটককৃত মাইদুল ইসলাম কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার অনন্তপুর গ্রামের মো. রুস্তম আলীর ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আটককৃত সোলেমান আলী ও মাইদুল ইসলাম পেশায় মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে মাদক কেনাবেচা করে আসছিল। ভোর রাতে তারা অভিনব কায়দায় মাইক্রোবাসে রাখা অতিরিক্ত চাকার ভেতরে ১৩ দশমিক ৯৭৩ কেজি গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে বহন করছিলেন।

বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলার সিংড়া উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের এসআর ফিলিং স্টেশনের ফুয়েল ডিস্ট্রিবিউশন পয়েন্টের সামনে চেকপোস্ট বসিয়ে মাইক্রোবাস থামিয়ে তল্লাশি করা হয় তাদের।

এ সময় গাঁজা, মাইক্রোবাস, মোবাইল ফোন ও ৪ হাজার ৫০০ টাকাসহ আটক করা হয় তাদের। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্প কোম্পানি উপ-অধিনায়ক ও সহকারী পুলিশ সুপার মো. নুরল হুদা।

আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, দেশের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে পরিবহন করছিলেন তারা।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে সিংড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণীর ১৯(খ)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied