বজ্রপাতে এক কৃষকের মৃত্যু
২৭ দিন আগে মঙ্গলবার, মে ২০, ২০২৫

সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে মাগুরার রাঘবদাইড় ইউনিয়নের পদ্ম বিলে বজ্রপাতে মিরাজ মীর (২৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
দোড়ামথনা গ্রামের কামাল মীরের ছেলে নিহত মিরাজ।
নিহতের ছোট ভাই আনোয়ার হোসেন নান্টু জানায়, দুপুরে পদ্ম বিলে ধানের জমিতে কাজ করার সময় বজ্রপাত হলে মৃত্যু হয় তার।
পরে পাশের জমিতে থাকা অন্য কৃষকরা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক কৃষ্ণপদ বিশ্বাস মিরাজকে মৃত ঘোষণা করেন।
মাগুরা সদর থানার এসআই হাফিজুর রহমান জানায়, দোড়ামথনা গ্রামে বজ্রপাতে মিরাজ মীর নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি স্থানান্তর করা হয়েছে তার পরিবারের কাছে।
এ ব্যাপারে সদর থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
