১৯ বছর পর হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

Cumilla24

১৫ দিন আগে মঙ্গলবার, অক্টোবর ৭, ২০২৫


#

জেলার সোনাগাজীতে পুলিশ ও র‍্যাব সদস্যের যৌথ অভিযানে ১৯ বছর পর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আনোয়ার হোসেন মামুনকে (৪২) গ্রেফতার করা হয়েছে।

২৩ আগস্ট বুধবার রাতে ফেনী শহরের একটি বাসা থেকে গ্রেফতার করা হয় তাকে।

আমিরাবাদ ইউনিয়নের আহম্মদপুর গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে আসামি আনোয়ার হোসেন মামুন।  

সোনাগাজী মডেল থানার ওসি (তদন্ত) আবুল ক্ষেম জানান, পুলিশের চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন গ্রেফতারকৃত সুমন। গোপন সংবাদের ভিত্তিতে ফেনী ক্যাম্পের র‍্যাব সদস্যরা ও সোনাগাজী মডেল থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

সোনাগাজী মডেল থানার ওসি (তদন্ত) আবুল ক্ষেম জানান, ২৪ আগস্ট বৃহস্পতিবার সকালে আসামি আনোয়ার হোসেন মামুনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied