বিদ্যুৎপৃষ্ট হয়ে অটোরিকশা চালকের মৃত্যু
২৩ দিন আগে মঙ্গলবার, মে ২০, ২০২৫

৩০ আগস্ট বুধবার সকালে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার খলাপাড়া এলাকায় বিদ্যুৎপৃষ্ট হয়ে ব্যাটারিচালিত এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।
নোয়াখালীর রামগতি থানার চরশীতা এলাকা আব্দুস সাত্তারের ছেলে মৃত অটোরিকশা চালক ইলিয়াস (৩০)।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম লিটন বলেন, কালীগঞ্জ উপজেলার খলাপাড়া এলাকায় কামাল হোসেনের বাসায় ভাড়া থাকতো অটোরিকশা চালক ইলিয়াস। এখানে বসবাস করে অটোরিকশা চালক ইলিয়াস বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চালাতো। মঙ্গলবার রাতে অটোরিকশাটি চার্জ দিয়ে ইলিয়াস ঘুমিয়ে পড়েন। সকালে অটোরিকশার চার্জ খুলতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হন তিনি।
এ সময় স্থানীয়রা ইলিয়াসকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে চিকিৎসক পরীক্ষা- নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে এ ব্যাপারে।
