সরকার নির্ধারিত দামে পেঁয়াজ ক্রয়-বিক্রয় না করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

Cumilla24

২ দিন আগে সোমবার, মে ১৯, ২০২৫


#

ফরিদপুরে বোয়ালমারীতে সরকার নির্ধারিত দামে পেঁয়াজ ক্রয়-বিক্রয় না করা এবং পাকা রসিদ ও মূল্য তালিকা হালনাগাদ না থাকায় ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলার ময়েনদিয়া পেঁয়াজ বাজারে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর।  

জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হলো: সোহাগ ট্রেডার্স, মেসার্স আরমান বাণিজ্যালয় ও মেসার্স শাহাদত বাণিজ্যালয়। এদের প্রত্যেককে ৩ হাজার টাকা করে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

এ সময় উপস্থিত ছিলেন, ফরিদপুর এএসআইয়ের ফিল্ড অফিসার প্রলয় কুমার সরকার, বোয়ালমারী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উৎসাহ কৃষি কর্মকর্তা অভিজিৎ বিশ্বাস, উপজেলা ক্যাবের সভাপতি মুহাব্বত জান চৌধুরীসহ আরও অনেকে।

অভিযানকালে জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানান, সরকার নির্ধারিত মূল্যে স্থানীয় পেঁয়াজ ক্রয়-বিক্রয় এবং ক্রয়-বিক্রয় রসিদ সংরক্ষণ ও মূল্য তালিকা হালনাগাদ না থাকায় জরিমানা করা হয়। এ বিষয়ে ব্যবসায়ীদের বিশেষভাবে সতর্কতামূলক নির্দেশনা দেওয়া হয়েছে।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied