হাতকড়াসহ পালিয়ে যাওয়া মাদক কারবারি ভারত সীমান্ত থেকে গ্রেফতার

Cumilla24

১১ দিন আগে সোমবার, মে ১৯, ২০২৫


#

হবিগঞ্জ আদালতের এজলাস থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া মাদক কারবারি রাজু মিয়াকে (২৪) সিলেটের কোম্পানীগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে।

১০ সেপ্টেম্বর রোববার রাতে হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (এএসপি) নির্মলেন্দু চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেন।

হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (এএসপি) নির্মলেন্দু চক্রবর্তী জানান, কোম্পানীগঞ্জে ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার করা হয় তাকে।

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার শিবরামপুর গ্রামের গ্রামের চান বাদশা মিয়ার ছেলে গ্রেফতারকৃত রাজু।

এএসপি বলেন, গত শনিবার (০৯ সেপ্টেম্বর) বিকেলে রাজুর বাড়িতে তল্লাশি চালিয়ে জব্দ করা হয়েছিল হাতকড়াটি। ১০ সেপ্টেম্বর রোববার প্রযুক্তির ব্যবহারসহ বিভিন্ন কৌশলে সীমান্ত থেকে গ্রেফতার করা হয়েছে তাকে।

আদালত সূত্রে জানা যায়, গত ৩১ আগস্ট ১৬৪ বোতল ফেন্সিডিলসহ রাজুকে আটকের পর মাধবপুর থানায় সোপর্দ করে র‌্যাব। গত বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) তাকে আদালতে নেওয়া হয় পুলিশের করা পাঁচদিনের রিমান্ড আবেদন শুনানির জন্য।

রিমান্ড আবেদন শুনানির জন্য হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলামের আদালতের এজলাসে তোলা হয় রাজুকে। সেখান থেকে হাতকড়াসহ দৌড়ে পালিয়ে যায় রাজু। পুলিশ এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied