অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর রং দিয়ে জন্মদিনের কেক তৈরি ২ কারখানাকে জরিমানা

Cumilla24

১৬ দিন আগে শনিবার, আগস্ট ২৩, ২০২৫


#

সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলায় অভিযান পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে মুখরোচক ক্ষতিকর রং দিয়ে জন্মদিনের কেক তৈরির অপরাধে ২টি কারখানাকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

জরিমানা করা ২টি প্রতিষ্ঠান হলো: সদর উপজেলার আবীর হোমমেড ও হোম বেকারি।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর রং দিয়ে কেক তৈরির অপরাধে আবীর হোমমেড ফুড ও হোম বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং ধ্বংস করা হয় জব্দকৃত অননুমোদিত ক্ষতিকর রং।  

এছাড়া স্যালাইনের দাম বেশি নেওয়া হচ্ছে কিনা সেটা তদারকি করা হচ্ছে বলেও জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied