১১ কেজি ওজনের চিতল মাছ ধরা পড়লো হাসপাতালের পুকুরে

Cumilla24

২৫ দিন আগে মঙ্গলবার, মে ২০, ২০২৫


#

শনিবার ২৬ আগস্ট ভোর রাত ৪টায় পটুয়াখালী জেলার বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পুকুরে প্রায় ১১ কেজি ওজনের একটি চিতল মাছ ধরা পড়েছে।  

পটুয়াখালী জেলার বাউফল উপজেলা এলাকার আবু তালেব সিহাবের হুইল ছিপে ধরা পরে মাছটি।

মাছটির শিকারি আবু তালেব সিহাব তার নিজ ফেসবুকে পোস্ট দিলে আলোচনায় আসে বিষয়টি। চিতলটি কিনতে আগ্রহ প্রকাশ করেন স্থানীয়রা। জানা গেছে, মাছটি বিক্রি না করে তিনি তার পরিবারের সবাইকে নিয়ে ভাগ করে খেয়েছেন।

বাউফল উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুরে টিকিট কেটে আয়োজন করা হয় মাছ ধরার। সেখানে নিজেদের বড়শি, হুইল ছিপ নিয়ে আসেন বিভিন্ন এলাকার শিকারিরা।

চিতল শিকারি আবু তালেব সিহাব বলেন, জীবনে এই প্রথম ধরতে পারলাম এত বড় চিতল মাছ। সাধারণত পুকুরে বা ছোট জলাশয়ে খুব কমই পাওয়া যায় বড় চিতল মাছ।

বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা জানান, সরকারি ব্যবস্থাপনায় আমরা পুকুরে মাছের পোনা ছাড়েন এবং পরিচর্যা করেন। এক-দুই বছর পর পর টিকিটের মাধ্যমে মাছ শিকারিরা আসেন এবং মাছ ধরেন। এতে যা আয় হয়, তা দিয়ে আবারও মাছ ছাড়েন এবং সরকারি কোষাগারে কিছু টাকা জমা করেন।  

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied