গাড়ি চোর চক্রের মূলহোতা আব্দুর রাজ্জাক গ্রেফতার

Cumilla24

৬ দিন আগে বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬


#

১০ সেপ্টেম্বর রবিবার রাতে ঠাকুরগাঁও জেলায় মোটরসাইকেল ও গাড়ি চোর চক্রের মূলহোতা আব্দুর রাজ্জাককে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

১১ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় এই বিষয়টি নিশ্চিত করেন, রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আব্দুর রাজ্জাককে দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।  

রাণীশংকৈল পৌর শহরের ভাণ্ডারা এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে গ্রেফতারকৃত আব্দুর রাজ্জাক এবং ওই পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।

১০ সেপ্টেম্বর রবিবার রাতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার পরোয়ানামূলে উপজেলার রংপুরিয়া মার্কেট এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম জানান, মোটরসাইকেল চোর আব্দুর রাজ্জাককে রবিবার গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসমি দীর্ঘদিন ধরে আশপাশের বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল, পিকআপসহ বিভিন্ন প্রকার গাড়ি চুরি করে আসছিলেন। এছাড়া বিভিন্ন থানায় চুরি, মাদকসহ ৪৩টি মামলা রয়েছে তার বিরুদ্ধে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied