৯ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব
৯ দিন আগে সোমবার, মে ১৯, ২০২৫

গাইবান্ধার
গোবিন্দগঞ্জ উপজেলার ক্রোগাছা এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৯ কেজি গাঁজাসহ শফিকুল ইসলাম
(৫২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
বুধবার
(১৩ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য জানানো হয়, র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট
মাহমুদ বশির আহমেদ এর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে।
ওই
এলাকার সালেক উদ্দিনের ছেলে আটককৃত শফিকুল ইসলাম।
জানা
গেছে, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল (১২ সেপ্টেম্বর) মঙ্গলবার রাত সাড়ে ৯টায় র্যাব গোবিন্দগঞ্জের
ক্রোগাছা এলাকায় অভিযান চালিয়ে সেখানে গাঁজা কেনা-বেচাকালে সাড়ে ৯ কেজি গাঁজাসহ মাদক
কারবারি শফিকুলকে আটক করা হয়। তবে সে সময় শ্রী সন্তোষ চন্দ্র বর্মণ (৪৫) নামে তার এক
সহযোগী পালিয়ে যায়।
আটককৃত
শফিকুলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে মাদক কেনা-বেচার সঙ্গে সম্পৃক্ত থাকার
কথা স্বীকার করেছেন। এ ঘটনায় আটককৃত ও পলাতক আসামির বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু
করার জন্য গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
