বেশি দামে পণ্য বিক্রি ও মূল্য তালিকা না থাকায় ২ ব্যবসায়ীকে জরিমানা

Cumilla24

২৫ দিন আগে মঙ্গলবার, মে ২০, ২০২৫


#

বরগুনার আমতলী পৌর এলাকায় সরকার নির্ধারিত মূল্যে প্রয়োজনীয় কৃষিপণ্যের বিক্রয় নিশ্চিত করার লক্ষ্যে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে পৌর শহর এলাকায় অভিযান চালিয়েছে বরগুনা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

এ সময় বেশি দামে পণ্য বিক্রি ও মূল্য তালিকা না থাকায় ২ ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ অভিযানটি পরিচালিত করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আবু জাহের।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আবু জাহের জানান, আমতলী উপজেলায় বেশি দামে পণ্য বিক্রি ও মূল্য তালিকা না থাকায় কৃষি বিপণন আইনে ২ জন ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করা হয় এবং সরকার নির্ধারিত মূল্যে কৃষিপণ্যের বিক্রয় নিশ্চিত করার লক্ষ্যে ক্রেতা ও বিক্রেতার মধ্যে কাউন্সেলিং করা হয় এবং সতর্কতামূলক নির্দেশনা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, বরগুনা জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. আলী আজগর সবুজসহ আমতলী থানা পুলিশের একটি টিম।


global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied