স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২
১৬ দিন আগে মঙ্গলবার, মে ২০, ২০২৫

জয়পুরহাটের পাঁচবিবি
উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে সোমবার (৭ আগস্ট) বগুড়া পৌর শহরের বটতলী
এলাকা থেকে ২ জনকে গ্রেফতার করেছে র্যাব।
এক
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-৫ জয়পুরহাটের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো: জয়পুরহাটের
পাঁচবিবি উপজেলার ছোট মানিক গ্রামের পাঞ্জাবের ছেলে বায়োজিদ হোসেন (২৩) এবং নওগাঁর
বদলগাছি উপজেলার দূর্গাপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে হাসনাইন হোসেন তমাল (২০) ।
র্যাব- ৫ জয়পুরহাট
ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, গত
২ আগস্ট বিকেল চারটায় তমাল এক ছাত্রীকে দেখা করার কথা বলে হিলি থেকে পাঁচবিবি পৌর
পার্কে নিয়ে আসে। মেয়েটি দেখা করতে এলে তমাল সন্ধ্যা ৭টায় বায়োজিদ ও অজ্ঞাত
কয়েকজনের সহযোগিতায় মেয়েটিকে পাঁচবিবি পৌর শহরের নওদাপাড়া এলাকার একটি নির্জন
বাড়িতে নিয়ে যায়। পরে রাত গভীর হলে মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করে তমাল। এক পর্যায়ে
অজ্ঞান হয়ে যায় মেয়েটি। সকালে জ্ঞান ফিরলে আসামিরা মেয়েটিকে গাড়িতে করে বাসায়
পাঠিয়ে দেয়।
মেয়েটি বাড়িতে গিয়ে
পরিবারকে ঘটনার বিস্তারিত বললে মেয়েটির পরিবার রোববার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টায়
পাঁচবিবি থানায় একটি ধর্ষণ মামলা করেন। মামলার পর থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায়
আসামিদের গ্রেফতার করতে জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় র্যাব-৫।
এক পর্যায়ে অভিযুক্তরা পালিয়ে
বগুড়া চলে যায়। পরে দুইজনকে বগুড়ার বটতলী থেকে সহযোগীসহ মূল আসামিকে গ্রেফতার করতে
সক্ষম হয় র্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা। পাঁচবিবি থানায় জিডি মূলে হস্তান্তর
করা হয় গ্রেফতারকৃদের।
