রাস্তার পাশে ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দিলেন মানসিক ভারসাম্যহীন নারী

Cumilla24

১২ দিন আগে মঙ্গলবার, অক্টোবর ৭, ২০২৫


#

২৭ আগস্ট রোববার সকালে পিরোজপুরের ভান্ডারিয়ায় রাস্তার পাশে মানসিক ভারসাম্যহীন এক নারী জন্ম দিয়েছেন একটি ফুটফুটে পুত্রসন্তানের।  

ভারসাম্যহীন ওই নারী এ সন্তানের জন্ম দেন পৌর শহরের ভুবনেশ্বর ব্রিজ সংলগ্ন রাস্তার পাশে।

পরে থানা পুলিশের সহায়তায় ঘটনাস্থল থেকে মানসিক ভারসাম্যহীন মা ও নবজাতককে উদ্ধার করে ভর্তি করা হয়েছে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তারা দুজনেই সুস্থ আছে।  তবে নবজাতকটির বাবা কে, সে বিষয়ে নিশ্চিত করে বলতে পারছেন না ওই মানসিক ভারসাম্যহীন নারী বা স্থানীয়দের কেউ।

স্থানীয়রা বলেন, দীর্ঘদিন ধরে ওই মানসিক ভারসাম্যহীন নারী ভান্ডারিয়া উপজেলা সদর সহ ঘোরাঘুরি করেন বিভিন্ন স্থানে। জীবনযাপন করতেন আশপাশের দোকান থেকে খাবার খেয়ে। আজ রোববার সকালে রাস্তার পাশে ওই নারী একটি পুত্র সন্তানের জন্ম দেন।

ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার কামাল হোসেন মোবাইল ফোনে বলেন, প্রসূতি ও নবজাতকের যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুজ্জামান জানান, সকালে একটি ফুটফুটে ছেলে সন্তান জন্ম দিয়েছেন মানসিক ভারসাম্যহীন ওই নারী। এই সংবাদ পেয়ে সাথে সথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল থেকে ওই নারী ছাড়া পাওয়ার পরে সমাজসেবা অধিদপ্তরে আশ্রয়ের জন্য সহায়তা চাওয়া হবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied