অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণের অপরাধে চার হোটেলকে জরিমানা
২৪ দিন আগে মঙ্গলবার, মে ২০, ২০২৫

জেলার নকলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণের অপরাধে চার হোটেল ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয় ২৮ আগস্ট সোমবার দুপুরে পৌর শহরে।
এ সময় নকলা-চন্দ্রকোনা মোড় এলাকার সায়েদুল ইসলাম ও রাসেল মিয়ার খাবারের হোটেলে এবং থানার সামনে ধানহাটি রাস্তার নবী হোসেন ও জুলহাস উদ্দিনের হোটেলে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫৩ ধারা মোতাবেক এই জরিমানা করেন, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন। অভিযানে সায়েদুল ইসলাম, রাসেল মিয়া, নবী হোসেন ও জুলহাস উদ্দিন প্রত্যেককে ৩ হাজার টাকা করে মোট ১২ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
পরিবেশ ও জনস্বাস্থ্যের হুমকি, প্রাণহানিকর বা প্রাণের হুমকি আছে এমন কোনো পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণ করলে এবং এর যথাযথ প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে বলে জানান, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী বিচারক সাদিয়া উম্মুল বানিন।
তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
