পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
২৮ দিন আগে মঙ্গলবার, মে ২০, ২০২৫

লক্ষ্মীপুরে পানিতে
ডুবে ফারজানা (১০) ও রাহিম (৮) নামে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।
এ দুর্ঘটনাটি ঘটে ২৫
আগস্ট শুক্রবার বিকেল সাড়ে ৫টায় সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের লাহারকান্দি
গ্রামের বাইশমারা এলাকায়।
ওই এলাকার আনোয়ার
হোসেনের সন্তান নিহত দুইজন।
স্থানীয়রা বলেন, শিশু
দুইটি বাড়ির পাশের পুকুর পড়ে যায়। এ সময় একজন পুকুরে পড়ে গেলে অন্যজন তাকে উদ্ধার
করতে পানিতে নামে। পরে পানিতে ডুবে যায় দুইজনেই। বাড়ির লোকজন দুই ভাই-বোনকে উদ্ধার
করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
লক্ষ্মীপুর সদর
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলা শীষ রায় জানান, হাসপাতালে নেওয়ার আগেই দুই
শিশুর মৃত্যু হয়েছে। পরে তাদের মরদেহ নিয়ে গেছেন পরিবারের লোকজন।
