ভেজাল পশুখাদ্য উৎপাদনের দায়ে এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা
২৫ দিন আগে বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬
সিরাজগঞ্জের রায়গঞ্জে
ভেজাল পশুখাদ্য উৎপাদনের দায়ে এক প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা
জরিমানা করেছেন।
২৪ আগস্ট বুধবার দুপুরের
দিকে এ অভিযান চালানো হয় উপজেলার ধামাইনগর বাজারে রায়গঞ্জ উপজেলা নির্বাহী
কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৃপ্তি কণা মণ্ডলের নেতৃত্বে।
এ সময় উপস্থিত ছিলেন,
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান ও রায়গঞ্জ থানা পুলিশ।
উপজেলা নির্বাহী
কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৃপ্তি কণা মণ্ডল বলেন, গোপন তথ্যের
ভিত্তিতে ধামাইনগর বাজারে অভিযান চালিয়ে এক প্রতিষ্ঠানে দেখা যায় ভেজাল পশুখাদ্য
তৈরি করতে। এ সময় ৫০ হাজার টাকা জরিমানা করা হয় ওই প্রতিষ্ঠানের মালিককে। একই
সঙ্গে নির্দেশ দেওয়া হয় ভেজাল পশুখাদ্য উৎপাদন বন্ধের।