কুমিল্লায় ৫২ কেজি গাঁজা গ্রেফতার ২
২৩ দিন আগে সোমবার, মে ১৯, ২০২৫

কুমিল্লায় চৌদ্দগ্রাম থানা থানা কর্তৃক ৫২ কেজি গাঁজা ও ০১টি মিনি কাভার্ডভ্যান সহ ০২ জন আসামী গ্রেফতার করেছে পুলিশ।
২৭ নভেম্বর সোমবার রাতে চৌদ্দগ্রাম থানায় কর্মরত এসআই(নিঃ)/আবদুল কুদ্দুস সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ চৌদ্দগ্রাম থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধার ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানাধীন ১৪নং আলকরা ইউনিয়নের সোনাইছা সাকিনস্থ ঢাকা-চট্টগ্রামগামী মহাসড়কের পদুয়া রাস্তার মাথায় পৌঁছে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনার সময় ০১টি নেভী ব্লু ও সাদা রংয়ের কাভার্ডভ্যান গাড়ী থামানোর জন্য সংকেত দেয়। তখন ড্রাইবার গাড়িটি থামিয়ে গাড়ীর দুই দরজা দিয়ে ড্রাইভার ও তার সহযোগী দ্রুত দৌঁড়ে পালানোর চেষ্টাকালে অফিসার ও ফোর্সের সহায়তায় আসামী ০১। মোঃ শফিক প্রকাশ মনা (৪২), পিতা: মৃত অলি উল্লাহ, সাং: উজিরপুর, (দক্ষিণপাড়া, জিল্লু আহমদের বাড়ী) পোঃ ইলিয়টগঞ্জ,
থানা: চান্দিনা, জেলা: কুমিল্লা, বর্তমানে মোহাম্মদ নগর, আলমগীর সড়ক, ৯৪ সোবল বড়ুয়ার বাড়ির ভাড়াটিয়া, পোঃ আমিন জুটমিল, থানা: বায়েজিদ, সিএমপি, চট্টগ্রাম,
০২। মোঃ দেলোয়ার হোসেন টিটু (৪৫), পিতা: মৃত এমরান হোসেন, মাতা: রেহেনা বেগম, সাং: ছোট শ্রীরামপুর, ০৮নং ওয়ার্ড, ওয়াবদা কলোনীর পাশে, শতীশ পালের বাড়ি, থানা: নোয়াখালী সদর (সুধারাম), জেলা: নোয়াখালী, বর্তমান পলিটেকনিক্যাল মোড়, মোজাফ্ফর নগর, ০১নং গলি (মেঘ টাওয়ার, কালাম সাহেবের ভাড়াটিয়া), থানা: পাঁচলাইশ, সিএমপি, চট্টগ্রাম কে আটক করেন।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে আসামীদের দেখানো মতে তাদের মিনি কাভার্ড ভ্যান গাড়ী তল্লাশী করে গাড়ির পিছন থেকে মোট ২৬টি পোটলা গাঁজা, যার প্রতি পোটলায় ০২ কেজি করে সর্বমোট ৫২ কেজি গাঁজা উদ্ধার করেন এবং মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি মিনি কাভার্ডভ্যান উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
উক্ত ঘটনায় চৌদ্দগ্রাম থানায় এজাহার দায়ের করলে চৌদ্দগ্রাম থানার মামলা নং-৩৪, তারিখ-২৮/১১/২০২৩, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণি ১৯(গ)/৩৮ রুজু করা হয়
উল্লেখ্য যে, গ্রেফতার ০২ নং আসামী মোঃ দেলোয়ার হোসেন টিটু (৪৫) এর বিরুদ্ধে পূর্বের ০১ টি মাদক ও ০১ টি প্রতারণার মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।
