হবিগঞ্জের মাধবপুরে পুকুরে মিলল পুরোনো একটি গ্রেনেড

Cumilla24

১৯ দিন আগে মঙ্গলবার, অক্টোবর ৭, ২০২৫


#

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পুকুরে গোসল করতে যাওয়া এক তরুণ পুরোনো একটি গ্রেনেড কুড়িয়ে পেয়েছে।  

(১৯ আগস্ট) শনিবার রাতে এতথ্য নিশ্চিত করেন, মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম খান।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম খান বলেন, (১৯ আগস্ট) শনিবার বিকেলে আনন্দপুর গ্রামের একটি মাঠে ফুটবল খেলা শেষে এক যুবক পুকুরে গোসল করতে নামেন। গোসলের সময় পায়ের নিচে কিছু একটা বাধলে ডুব দিয়ে সেটি তুলে ডাঙায় ওঠেন ওই যুবক। বস্তুটি গ্রেনেড বুঝতে পেরে খবর দেওয়া হয় পুলিশকে। পরে পুলিশ হেফাজতে আনা হয়েছে বস্তুটি।  

ওসি রকিবুল ইসলাম খান বলেন, এখনও বলা যাচ্ছে না কুড়িয়ে পাওয়া গ্রেনেডটি পরিত্যক্ত নাকি তাজা। এজন্য ঢাকা থেকে মাধবপুরের উদ্দেশে রওনা হয়েছে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট। 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied