ফেন্সিডিল, আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক নারী আটক

Cumilla24

১৮ দিন আগে রবিবার, নভেম্বর ২৩, ২০২৫


#

মাদক উদ্ধার অভিযানে গিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ রোজিনা বেগম (২৮) নামে এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সদস্যরা।  

৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।  

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন বলেন, রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের কানুদাসকাঠি গ্রামের বাসিন্দা আলামিনের বসতঘরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান করে ১৫ বোতল ফেন্সিডিল, ১টি দেশীয় পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ রোজিনাকে আটক করা হয়।

ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের কানুদাসকাঠি এলাকার আলামিন হোসেনের স্ত্রী আটককৃত রোজিনা বেগম।

অভিযানের বিষয়টি বুঝতে পেরে রোজিনা বেগম এর স্বামী পালিয়ে যায়।

এ ঘটনায় তাদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) ইশতিয়াক হোসেন বাদী হয়ে রাজাপুর থানায় মামলা দায়ের করেছেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied