বেশি দামে আলু বিক্রি ও মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
৭ দিন আগে সোমবার, মে ১৯, ২০২৫

দিনাজপুরে বাজার তদারকি অভিযানে ফার্মেসিসহ ৩টি প্রতিষ্ঠানকে এগারো হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
১৫ সেপ্টেম্বর শুক্রবার বিকেলেএ অভিযান পরিচালনা করা হয়, জেলার সদর উপজেলার শিকদার বাজারে।
অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মমতাজ বেগম।
ভোক্তা অধিদপ্তর সূত্রে জানা যায়, বেশি দামে আলু বিক্রি করার দায়ে আল্লাহ ভরসা স্টোরের বশীর উদ্দিনকে ৩ হাজার ও একই অপরাধের দায়ে মোক্তাদুর বাণিজ্যালয়ের ফরহাদ হোসেনকে ৩ হাজার ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দায়ে উপজেলার শিকদার বাজারের ইনশাল্লাহ ফার্মেসির মালিক আশফাকুর রহমানকে পাঁচ হাজার সহ মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়।
দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম।
