কোটি টাকার হেরোইনসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র্যাব
২০ দিন আগে মঙ্গলবার, মে ২০, ২০২৫

রাজশাহীতে কোটি টাকার
হেরোইনসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র্যাব- ৫। এ সময় জব্দ করা হয় হেরোইন পাচারের
কাজে ব্যবহৃত ট্রাকটিও।
১ অক্টোবর রোববার রাতে নগরীর
কাশিয়াডাঙ্গার রেলক্রসিং এলাকা থেকে আটক করা হয় তাদের।
সোমবার (২ অক্টোবর)
বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন, র্যাব-৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সনজয় কুমার
সরকার।
আটককৃতরা হলো: নগরীর
কাঠালবাড়িয়া এলাকার রেজাউল করিমের ছেলে আবুল হায়াত (২২) ও ট্রাকে চালক পবার
হাড়ুপুর এলাকার জিয়ারুলের ছেলে সাকিব (২৪)।
র্যাব-৫ এর সিনিয়র
সহকারী পুলিশ সুপার সনজয় কুমার সরকার বলেন, (১ অক্টোবর) রোববার গভীর রাতে গোয়েন্দা
তথ্যের ভিত্তিতে র্যাব-৫ মোল্লাপাড়া ক্যাম্পের একটি নগরীর কাশিয়াডাঙ্গা থানার
কাশিয়াডাঙ্গা লেভেলক্রসিং মোড়ে চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় চাঁপাই নবাবগঞ্জ
থেকে রাজশাহী অভিমুখে আসা ট্রাকের গতিরোধ করা হয়।
ওই সময় ২ জন ট্রাক থেকে
লাফ দিয়ে পালানোর চেষ্টা করে। পরে তাদের আটক করে র্যাব সদস্যরা। ওই ট্রাকে
তল্লাশি চালিয়ে ১ কেজি ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য
এক কোটি ২ লাখ টাকা। পরে জব্দ করা হয় ট্রাকটিও।
জিজ্ঞাসাবাদ শেষে আজ সোমবার
(২ অক্টোবর) দুপুরে আটককৃতদের নগরীর কাশিয়াডাঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে।
র্যাব-৫ এর সিনিয়র
সহকারী পুলিশ সুপার সনজয় কুমার সরকার আরও জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে
মামলা করা হয়েছে।
