অপহরণ মামলার প্রধান পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৩
১৪ দিন আগে সোমবার, মে ১৯, ২০২৫

অপহরণ মামলার প্রধান
পলাতক আসামি মো. সালমান সরদারকে (২১) গ্রেফতার করেছে র্যাব-৩।
মঙ্গলবার (৮ আগস্ট)
রাতে ঢাকা জেলার হেমায়েতপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ সময়
উদ্ধার করা হয় অপহরণকৃত ভিকটিমকে।
বিষয়টি নিশ্চিত করেন, র্যাব-৩
এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
র্যাব-৩ এর অধিনায়ক
(সিও) লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে
মঙ্গলবার রাতে ঢাকা জেলার হেমায়েতপুর থানাধীন এলাকায় অভিযান চালিয়ে অপহরণ মামলার
পলাতক আসামি মো. সালমান সরদারকে গ্রেফতার করা হয়।
আসামি মো. সালমান
সরদারের বিরুদ্ধে খুলনা জেলার পাইকগাছা থানায় ৬ আগস্ট একটি অপহরণ মামলা করা হয়।
মামলা হওয়ার পর থেকে আসামি রাজধানীর বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে আসছিল।
আসামি মো. সালমান সরদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।
