ট্রেনে কাটা পড়ে সাদিকুর রহমান নামের এক কিশোরের মৃত্যু

Cumilla24

১৩ দিন আগে শনিবার, আগস্ট ২৩, ২০২৫


#

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল সাদিকুর রহমান (১৫) নামের এক কিশোরের

এই দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারি গ্রামের মাঠে।

একই গ্রামের আতিকুর রহমানের ছেলে নিহত সাদিকুর রহমান। পেশায় কাঠমিস্ত্রি ছিল সে।

স্থানীয়রা বলেন, সকালে খুলনা থেকে রাজশাহীগামী আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন বোয়ালমারি এলাকা অতিক্রম করার সময় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কাটা পড়ে সাদিকুর রহমান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত সাদিকুর রহমানের মরদেহ উদ্ধার করে।

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উপ-পরিদর্শক মাসুদ রানা বলেন, নিহত ওই কিশোরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি বিষয় প্রক্রিয়াধীন রয়েছে এ ঘটনায়।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied