সংঘবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার
২৮ দিন আগে মঙ্গলবার, মে ২০, ২০২৫

কুমিল্লা
টুয়েন্টিফোর টিভি ডেস্ক:
রাজধানীর যাত্রাবাড়ী
এলাকা থেকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আসামি হানিফ খন্দকারকে (২৭) গ্রেফতার করেছে
র্যাব-১০।
২৩ সেপ্টেম্বর শনিবার বিকেলে
গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন ধলপুর এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার
করা হয় তাকে।
২৪ সেপ্টেম্বর রোববার
দুপুরে এই বিষয়টি নিশ্চিত করেন, র্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি
মোহাম্মদ ফরিদ উদ্দিন।
র্যাব-১০ এর অধিনায়ক
(সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, গ্রেফতারকৃত হানিফের বিরুদ্ধে
যাত্রাবাড়ী থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে সংঘবদ্ধ ধর্ষণের ১টি মামলা
রয়েছে।
র্যাব-১০ এর অধিনায়ক
(সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই
আসামি এ মামলার পর থেকে ঢাকার যাত্রাবাড়ী ও কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায়
আত্মগোপন করেছিল। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
