১৬ টন টমেটো দিয়ে গানের শুটিং !

Cumilla24

৫ দিন আগে শনিবার, আগস্ট ২৩, ২০২৫


#

জিন্দেগি না মিলেগি দোবারা সিনেমায় একটি গানের শুটিংয়ে ১৬ টন টমেটো লেগেছিল। সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০১১ সালে। জয়া আখতার পরিচালিত সিনেমা এটি। যেখানে ‘এক জুনুন’ গানে হৃতিক রোশন, ক্যাটরিনা কাইফ, ফারহান আখতার ও অভয় দেওল নাচে মেতেছিলেন! সিনেমাতে প্রদর্শিত সেই গানটি টোমাটিনা ফেস্টিভ্যালের কারণে বেশ চর্চিত হয়েছিল দর্শকমহলে!

মুক্তির এত যুগ পরও এখনো যেন সিনেমাটিতে নতুনত্বের ছোঁয়া মেলে!

 

সিনেমাটির মুক্তির সময় প্রযোজক রিতেশ সিধওয়ানি বলেছিলেন, উৎসবটিকে বাস্তব সম্মত দেখাতে সেই সময় তাদের প্রচুর টমেটো পর্তুগাল থেকে আমদানি করতে হয়েছিল ।

১৬ টন টমেটো পর্তুগাল থেকে আমদানি করতে হয়েছিল।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied