এক ছবিতেই ১০০ কোটি পারিশ্রমিক নিচ্ছেন প্রভাস
১১ দিন আগে সোমবার, মে ১৯, ২০২৫
প্রভাস পরবর্তী ছবি ‘সালারে’-এ অভিনয়ের জন্য ১০০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন তিনি। শুধু তাই নয়, ইতোমধ্যেই নাকি এই পারিশ্রমিকে আরও দুটো ছবি সাইন করেছেন প্রভাস। সেই সিনেমা দুটির নাম এখনও প্রকাশ হয়নি।
প্রকাশ্যে এসেছে ‘সালার’-এর ফার্স্টলুক। যেখানে সাদা কালো পোস্টারে ধারালো অস্ত্র হাতে দেখা গেছে অভিনেতাকে। এরপরই ছবিটির টিজার মুক্তি পেয়েছে গত ৬ জুলাই।
বিগ বাজেটের এই সিনেমাকে ঘিরে ভক্তদেরও আগ্রহ তুঙ্গে। বিশেষ করে প্রভাসের পারিশ্রমিকের খবর সেই উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। ‘আদিপুরুষ’ সিনেমাতেও নাকি ১০০ কোটি টাকার বেশি পারিশ্রমিক নিয়েছিলেন প্রভাস। যদিও তিনি ভক্তদের সেখানে হতাশই করেছেন।
সিনেমায় এই নায়কের বিপরীতে শ্রুতি হাসান অভিনয় করছেন। এ বছর ২৮ সেপ্টেম্বর মুক্তি পাবে ‘সালার’।
