উর্বশী ১৮০ সেকেন্ডের জন্য ৩ কোটি চাইলেন
১২ দিন আগে সোমবার, মে ১৯, ২০২৫
অভিনয়ের তুলনায় ব্যতিক্রমধর্মী ফ্যাশন ও বোল্ড লুকের জন্য বেশি আলোচনায় বলিউডের আলোচিত অভিনেত্রী উর্বশী রাউতেলা।
পারিশ্রমিকের বিষয়ে এবার অভিনেত্রী আলোচনায় এলেন।
টাইমস অব ইন্ডিয়ার খবর থেকে জানা যায়, চলতি বছরের শেষের দিকে মুক্তি পাবে তেলেগু অভিনেতা রাম পথিনেনির আসন্ন সিনেমা। বোয়াপাতি শ্রীনু পরিচালিত এই সিনেমার আইটেম গানে অংশ নিয়েছেন উর্বশী। এই তিন মিনিটের আইটেম গানে পারফরম্যান্স করতে ৩ কোটি রুপি পারিশ্রমিক চেয়েছেন উর্বশী। অর্থাৎ প্রতি মিনিটে তার পারিশ্রমিক ১ কোটি রুপি।
এর আগে দক্ষিণী সিনেমার মেগাস্টার চিরঞ্জীবীর ‘ওয়াল্টেয়ার ভিরাইয়া’ সিনেমায় নেচে ছিলেন উর্বশী। এর জন্য ২ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন তিনি। ভারতের আলোচিত সিনেমা ‘পুষ্পা ২’র আইটেম গানেও তাকে দেখা যাবে।
