সৌদিআরবে রক্তঋন ও ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত
২৭ দিন আগে সোমবার, মে ১৯, ২০২৫

সুজন মজুমদার:
রক্তঋন সামাজিক সংগঠন সৌদিআরবের
রিয়াদ শাখা ও আল খারিজ ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে শুক্রবার সৌদিআরব সময় রাত ১২টায় রিয়াদ
প্রদেশে ফুটবল একাডেমিতে ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।
প্রথমে অতিথিদেরকে ফুল দিয়ে
বরণ ও পরিচয় পর্বের মধ্যে দিয়ে ফুটবল প্রীতি ম্যাচের প্রথম পর্ব শুরু হয়।
বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী
হাজী মোহাম্মদ মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী
ও সমাজসেবক জাকির মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ক্রীড়া সংগঠক ও সমাজসেবক
নুর মোহাম্মদ বাবু, বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজসেবক কবির মজুমদার, আসলাম আহমেদ মুরশিদ,
হাজী শাহজাহান ও মুকবুল হোসেন। আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট রাজনীতিবিদ
ও সমাজসেবক কাজী সাইফুল ইসলাম ও মোহাম্মদ রিপন। অনুষ্ঠান পরিচালনা করেন, শফিকুল ইসলাম,
বিল্লাল হোসেন, রাকিবুল ইসলাম এবং সার্বিক সহযোগিতায় ছিলেন, ইনতিয়ার আহমেদ।
ফুটবল খেলা রেফারি দায়িত্ব
পালন করেন, মোহাম্মদ হাসান। আল খারিজ লাল দল ও আল খারিজ সবুজ দল ১-১ গোলে ড্র করলে
খেলাটি ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে আল খারিজ লাল দল ৫-৩ গোলে আল খারিজ সবুজ দলকে
পরাজিত করে চ্যাম্পিয়ান হন আল খারিজ লাল দল।
উক্ত খেলা শেষে চ্যাম্পিয়ান ও রানার্স আপ খেলোয়াড়দের মাঝে টিভি, ট্রপি, ক্রেস্ট ও মেডেল
প্রদান করে অতিথি বৃন্দ।
