শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে বরখাস্ত করেছে লংকান ক্রীড়া মন্ত্রণালয়

Cumilla24

১৫ দিন আগে মঙ্গলবার, মে ২০, ২০২৫


#

বিশ্বকাপে ব্যর্থতায় বরখাস্ত করা হয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড কে, পাশাপাশি অন্তর্বর্তীকালীন কমিটিও বসিয়েছে।সাত ম্যাচে মাত্র দুইটিতে জিতেছে শ্রীলঙ্কা। বিশেষ করে ভারতের কাছে ৫৫ রানে অলআউট হয়ে যাওয়ার পর ক্ষোভের মুখে পড়ে লংকান ক্রিকেট বোর্ড।

শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রী রোশান রানাসিংহে গত শুক্রবার বিবৃতি দিয়ে বোর্ডের সদস্যের পদত্যাগ করতে বলেন। বোর্ডের সামনে এসে বিক্ষোভও করেছে সমর্থকরা। এমন চাপে পড়ে নিজ পদ থেকে সরে দাঁড়ান ক্রিকেট বোর্ডের সচিব মোহন ডি সিলভা।

এরপর আজ এক বিবৃতিতে শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রণালয় জানিয়েছে, ক্রিকেট বোর্ডের বাকি সদস্যদের বরখাস্ত করা হয়েছে।

আপাতত একটি অন্তর্বর্তীকালীন কমিটি দায়িত্ব পালন করবে। এই কমিটির প্রধান শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা।

পয়েন্ট তালিকায় বর্তমানে সাতে আছে শ্রীলঙ্কা। আজ দিল্লিতে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ।

এর আগে নেদারল্যান্ডস ও ইংল্যান্ডের বিপক্ষে জিতলেও দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, ভারত ও পাকিস্তানের কাছে হেরেছে লংকানরা। আজ বাংলাদেশের কাছে হারলে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে খেলাও ঝুঁকিতে পড়বে তাদের। 

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied