সিগারেট ধরালে তার দিকে সবাইকে তাকিয়ে থাকার নির্দেশ

Cumilla24

৯ দিন আগে শনিবার, আগস্ট ২৩, ২০২৫


#

দেশটির সরকার হংকং শহরকে তামাকমুক্ত করার উদ্যোগ নিয়েছে । তা হলো কেউ ধূমপান করলে তার দিকে সবাই নেতিবাচক দৃষ্টিতে তাকিয়ে তাকবেন। 

গত শুক্রবার আইন পরিষদের স্বাস্থ্য পরিষেবা প্যানেলের একটি সভায় দেশটির স্বাস্থ্যমন্ত্রী বলেন, সিগারেট  সবার স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। যখন ধূমপানমুক্ত এলাকায় লোকজনকে ধূমপান করতে দেখেন, এমনকি যদি কোনো আইন প্রয়োগকারী কর্মকর্তা তাৎক্ষণিকভাবে উপস্থিত না হন, আমরা ধূমপায়ীদের দিকে নেতিবাচক দৃষ্টিতে তাকাতে পারি। এতেপাল্টা আঘাতকরার সম্ভাবনা নেই। যখন কেউ রেস্তোরাঁয় সিগারেট টানে, তখন সেখানে থাকা প্রত্যেকেই সেই ব্যক্তির দিকে তাকাতে পারে। আমি বিশ্বাস করি না যে সেই ব্যক্তি রেস্তোরাঁয় থাকা সবাইকে পাল্টা আঘাত করার সাহস করবে। কারণ, তারা কেবল তাকিয়ে আছে। এই আচরণ শহরে একটি ধূমপানমুক্ত সংস্কৃতি তৈরিতে সহায়তা করবে।

এমনটি জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী প্রফেসর লো চুং-মাউ। 

সূত্র : স্কাই নিউজ

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied