সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এক বৃদ্ধ নিহত

Cumilla24

১০ দিন আগে মঙ্গলবার, অক্টোবর ৭, ২০২৫


#

২৯ আগস্ট মঙ্গলবার রাজধানীর পল্লবীতে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় ইবনে আলী (৬৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ।

এই দুর্ঘটনাটি ঘটে সোমবার দিবাগত রাতে। চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মধ্যরাতে মৃত্যু হয় ওই ব্যক্তির।

নিহতের ছেলে মো. রাজু বলেন, রাতে পল্লবী থানাধীন মিরপুর ১২ নম্বর সেকশনে কালাপানি গার্মেন্টসের সামনের রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির সিএনজি চালিত অটোরিকশা ধাক্কা দেয় তার বাবাকে।  

খবর পেয়ে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি হাসপাতাল। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। পরে মারা যান তিনি। ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিয়ে যাওয়া হয়েছে।  

চিকিৎসকের বরাত দিয়ে হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ থানা পুলিশ হস্তান্তর করেছে স্বজনদের কাছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied