হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
২৯ দিন আগে মঙ্গলবার, মে ২০, ২০২৫

মানিকগঞ্জে ২০১৫ সালের একটি হত্যা মামলায়
মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. আনোয়ার হোসেনকে (৩৬) গ্রেফতার করেছে র্যাব-৩।
বুধবার (২৩ আগস্ট) রাতে গাজীপুরের কালিয়াকৈর থানাধীন সূত্রাপুর
এলাকা থেকে গ্রেফতার করা হয় পলাতক আসামি মো. আনোয়ার হোসেনকে।
র্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক বলেন, ২০১৫ সালে একটি হত্যা
মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিন ধরে পলাতক আসামি আনোয়ার হোসেনকে গ্রেফতার করা
হয়। মামলার রায় ঘোষণার পর থেকে আসামি আনোয়ার হোসেন দেশের বিভিন্ন এলাকায় স্থান
পরিবর্তন করে পলাতক জীবন-যাপন করে আসছিল।
র্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক জানান, গ্রেফতারকৃত
আনোয়ারের বিরুদ্ধে পরবর্তি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
