দলিল লেখক হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার
২১ দিন আগে সোমবার, মে ১৯, ২০২৫

নড়াইলের লোহাগড়া
উপজেলায় প্রতিপক্ষের হাতুড়ি ও লাঠির আঘাতে দলিল লেখক এস এম বরকত আলী হত্যা মামলায়
২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
১ সেপ্টেম্বর শুক্রবার ভোরে
নড়াইলের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো,
লোহাগড়ার দক্ষিণ পাংখারচর গ্রামের মৃত আয়নাল মোল্যার ছেলে ইমরান মোল্যা (২৪) ও
একই গ্রামের হেমায়েত ওরফে রুনু মোল্যার ছেলে হামিম মোল্যা (২২)।
গ্রেফতারের বিষয়টি
নিশ্চিত করেন, লোহাগড়া থানা পুলিশের
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন।
লোহাগড়া থানা পুলিশের
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন জানান, নিহতের স্ত্রীর দায়ের করা
হত্যা মামলায় ওই ২ আসামিকে গ্রেফতার করা হয়। আদালতে সোপর্দ করা হয়েছে গ্রেফতারকৃত ২
জনকে। এছাড়া ওই মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
গত ২৯ আগস্ট বিকেলে নড়াইলের
লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের পাংখারচর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে
প্রতিপক্ষের হাতুড়ি ও লাঠির আঘাতে পাংখারচর গ্রামের মৃত আলফু শেখের ছেলে এস এম
বরকত আলী ওরফে সাহেব নিহত হন। এ খবর শুনে প্রতিপক্ষের প্রধান একই গ্রামের কেরামত
মোল্লা (৬১) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
