ফ্লাইওভারে ছিনতাইকারীদের গোপন ‌‘সুড়ঙ্গ’, গ্রেপ্তার ৪

Cumilla24

১৩ দিন আগে সোমবার, মে ১৯, ২০২৫


#

মগবাজার ফ্লাইওভারের গোপন আস্তানা থেকে হাতিরঝিল থানা পুলিশ তিন নারী ও এক পুরুষ ছিনতাইকারী আটক করেছে ।  বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে পুলিশ। 

এ সময় পালাতে গিয়ে আকবর (১৯) নামে এক ছিনতাইকারী আহত হয়েছেন। গতকাল রাতেই এক নারীকে আটক করা হয়েছিল।বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন। 

পুলিশ বলছে, ফ্লাইওভারের নিচে এ খালি জায়গাকে ছিনতাইকারীরা গোপন সুড়ঙ্গ হিসেবে ব্যবহার করত। যেখানে ছিনাতাইয়ের পর তারা লুকিয়ে থাকত।

তিনি বলেন, মগবাজার ফ্লাইওভারে বিশেষ কায়দায় সুরঙ্গ (আস্তানা) তৈরি করে ছিনতাই করত একটি চক্র। গতকাল রাতে সেখান থেকে এক নারীকে আটক করা হয়। এরপর আজ বিকেল ৩টার দিকে আবারও অভিযান পরিচালনা করে সেখান থেকে দুই নারীকে আটক করা হয় এবং আকবর নামে এক যুবক ফ্লাইওভার থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হন। আহত ওই যুবকের ঢাকা মেডিকেলের চিকিৎসা চলছে। আমাদের অভিযান চলমান আছে। পরে বিস্তারিত আপনাদের জানাব।

এদিকে আহত যুবক আকবর বলেন, আমরা ওই সুরঙ্গে মাদক সেবন ও ছিনতাই করে নিরাপদে লুকিয়ে থাকতাম। ওই সুরঙ্গে চারজন ছিলাম। আমি লাফ দিয়ে পড়ে আহত হয়েছি। আমার সঙ্গে আরও তিন নারী ছিলেন।। তারা হলেন, নাসরিন, রানী ও শেফালী।

পুলিশের একটি সূত্রে আরো জানা যায়, মগবাজার ফ্লাইওভারে ছিনতাই করে তারা নিরাপদে ওই সুরঙ্গ দিয়ে পালিয়ে যেত। গতকাল রাতেও একজনকে ছিনতাইকারী আহত করে। এই চক্রটি ফ্লাইওভারে মাদক সেবন, ছিনতাইসহ বিভিন্ন অপকর্ম করত।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied