বেসিক ব্যাংকের ১২০০ কোটি টাকা আত্মসাতের দায়ে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

Cumilla24

২৫ দিন আগে সোমবার, মে ১৯, ২০২৫


#

বেসিক ব্যাংকের ১২শ কোটি টাকা আত্মসাতের দায়ে ১৭ বছরের সাজাপ্রাপ্ত মো. আনোয়ার হোসেন বাবুকে গ্রেফতার করেছে পুলিশ।

২৭ আগস্ট রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালীর সোনাইমুড়ীর উপজেলার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় মো. আনোয়ার হোসেন বাবুকে।

 

উপজেলার ওয়াছেকপুর গ্রামের ডা. মো. গিয়াস উদ্দিন সেলিমের ছেলে গ্রেফতারকৃত আনোয়ার হোসেন বাবু এবং বিডি সফটেক্সের কথিত চেয়ারম্যান।

এসব তথ্য নিশ্চিত করেছেন, সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, গ্রেফতারকৃত মো. আনোয়ার হোসেন বাবু বেসিক ব্যাংকের ১২০০ কোটি টাকা আত্মসাতের দায়ে ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি। ২০১৫ সালে বিডি সফটেক্সের এই চেয়ারম্যান বিসমিল্লাহ গ্রুপের মাধ্যমে বেসিক ব্যাংক থেকে ১২০০ কোটি টাকা আত্মসাৎ করেন। লন্ডনে পালানোর সময় তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরে গ্রেফতারকৃত মো. আনোয়ার হোসেন বাবু জামিনে এসে গা-ঢাকা দেন। সোমবার বিকেলে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে আসামিকে।  

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied