ডাবের আড়তে অভিযান, দুই আড়তদারকে ৪০ হাজার টাকা জরিমানা
২৩ দিন আগে মঙ্গলবার, মে ২০, ২০২৫

কারওয়ান বাজারে ডাবের আড়তে অভিযান চালিয়েছে দুই আড়তদারকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ২৯ আগস্ট মঙ্গলবার গভীর রাতে এ অভিযান চালায় ভোক্তা অধিদপ্তর।
অভিযানে ডাবের দাম বেশি রাখা, ক্রয় ও বিক্রয়য়ের রশিদ না থাকায় দুই আড়তদারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়াও তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে ভোক্তা অধিকার অধিদপ্তরের নির্দেশনা মানতে। জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর জানায়, এই বাজার মনিটরিং অব্যাহত থাকবে।
এর আগে ২৮ আগস্ট সোমবার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে ডাব ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত সভায় সংস্থাটির মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান জানান, ডেঙ্গুকে পুঁজি করে ধাপে ধাপে অস্থির করা হচ্ছে বাজারকে। বাজার স্থিতিশীল না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে।
তিনি আরও বলেন, ডাব বিক্রিতে পাকা রশিদ দেখতে চাই আমরা। এবং সেই সঙ্গে মূল্য তালিকাও ঝুলায়ে রাখতে হবে। কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই।
