ট্রেনের ধাক্কায় টিপু সুলতান নামে এক যুবকের মৃত্যু

Cumilla24

১০ দিন আগে শনিবার, আগস্ট ২৩, ২০২৫


#

ময়মনসিংহ নগরীর ১ নম্বর ওয়ার্ড খাগডহর ঘন্টি এলাকায় ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (১৩ আগস্ট) সকালে ওই এলাকার রেললাইনের পাশ থেকে টিপু সুলতান (৪২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ।

জেলার মুক্তাগাছা উপজেলার আটানিপাড়া এলাকার অচিন্দ্র লাল বড়ুয়ার ছেলে নিহত টিপু।  

এ তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন আহম্মেদ।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন আহম্মেদ বলেন, নিহত যুবকের মাথায় ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তার মৃত্যু হয়েছে ট্রেনের ধাক্কায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত জানা যাবে মর্গের প্রতিবেদন পেলে।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied