ইয়াবাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ

Cumilla24

২৬ দিন আগে শনিবার, আগস্ট ২৩, ২০২৫


#

০১ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে মাদারীপুরে ২ হাজার ১০০টি ইয়াবাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার বিকেলে তাদের গ্রেফতার করা হয় মাদারীপুর পৌরসভার পুরান বাজার এলাকা থেকে।

গ্রেফতারকৃতরা হলো: সদর উপজেলার মধ্যচক এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে ওমর ফারুক (২২) ও একই এলাকার দবির হোসেন মালতের ছেলে সিফাত মালত (২৩)।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, ওমর ফারুক ও সিফাত মালত দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছেন। শুক্রবার বিকেলে ওমর ফারুক ও সিফাত মালত ইয়াবা বিক্রির উদ্দেশে পুরান বাজারের মায়ের দোয়া বিরিয়ানি হাউজ নামের একটি দোকানের সামনে অবস্থান করছে এমন গোপন তথ্য পাই। এ খবরের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শরীফ আব্দুর রশীদের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। পরে তাদের তল্লাশি করার সময় একজনের হাতে থাকা একটি শপিং ব্যাগ থেকে ২ হাজার ১০০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন আহমেদ জানান, গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে কক্সবাজারের উখিয়া ও টেকনাফ থেকে ইয়াবা এনে পাইকারি বিক্রি করে আসছিলেন বলে স্বীকার করে। তাদের দুইজনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে সদর থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা করেছে। শনিবার তাদের আদালতে পাঠানো হবে।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied