'চার্জার ফ্যান' থেকে আগুন লেগে শিশুসহ পাঁচ জন দগ্ধ

Cumilla24

১৭ দিন আগে বুধবার, মে ২১, ২০২৫


#

নারায়ণগঞ্জের ফতুল্লায় শুক্রবার সকাল ৮টার দিকে কাশীপুর ইউনিয়নের সরদারবাড়ি এলাকার একটি বাসায় 'চার্জার ফ্যান' থেকে আগুন লাগে শিশুসহ পাঁচ জন দগ্ধ হয়েছে।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মোহসীন বলেন, “একই ঘরে ঘুমাচ্ছিলেন পরিবারের পাঁচ সদস্য৷ রাতে চার্জারফ্যান চার্জে দিয়ে তারা ঘুমিয়ে পড়েন৷

তাদের সবাইকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো: বাচ্চু মিয়া।

“কোনোভাবে চার্জার ফ্যানে আগুন ধরে যায়৷ সেখান থেকে বিছানায় আগুন ধরে গেলে পাঁচজন দগ্ধ হন৷ পরে আশপাশের বাসিন্দারা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।”

ইনস্টিটিউটের আবাসিক সার্জন তরিকুল ইসলাম জানান, সালাম মণ্ডলের শরীরের ৭০ শতাংশ, বুলবুলি বেগমের ২৫ শতাংশ, টুটুলের ৬০ শতাংশ, সোনিয়ার ৪২ শতাংশ এবং শিশু মেহজাবিনের শরীর ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক।

দগ্ধরা হলেন: পেশায় রিকশা চালক সালাম মণ্ডল (৫৫), তার স্ত্রী পোশাককর্মী বুলবুলি বেগম (৪৫), মেয়ে সোনিয়া আক্তার (৩০), ছেলে টুটুল (২৫) ও নাতনি মেহজাবিন (৭)।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied