হাজীদের মধ্যে জমজমের পবিত্র পানি বিতরণ করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
২১ দিন আগে মঙ্গলবার, মে ২০, ২০২৫
গতকাল (২ জুলাই) সন্ধ্যায় ফ্লাইনাস-এর ফিরতি হজ ফ্লাইট এক্সওয়াই৭৩৯২ এর মাধ্যমে ঢাকায় আগত হাজীদেরকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টম হল সংলগ্ন বিমানের সুসজ্জিত কাউন্টার থেকে জমজমের পানি সরবরাহ করা হয়।
এসময় বিমান ও সিভিল এভিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী হাজীগণ ব্যক্তিগতভাবে নিজেদের সঙ্গে জমজমের পানি পরিবহন করতে পারবেন না। এয়ারলাইন্স এর পক্ষ থেকে তা পরিবহন ও বিতরণ করা হবে। নিয়ম অনুযায়ী প্রতি হাজিকে ৫ লিটার করে জমজমের পানি সরবরাহ করা হচ্ছে।
আজ সকাল ৭টা ১৫ মিনিটে ৪১৮ জন হাজী নিয়ে ঢাকায় এসে পৌঁছেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর এ বছরের প্রথম ফিরতি হজ ফ্লাইট।
পবিত্র হজ পালন শেষে বিমান, ফ্লাইনাস ও সৌদিয়া এয়ারলাইন্সের মাধ্যমে দেশে আগত হাজীদের মাঝে জমজমের পবিত্র পানি বিতরণ শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর কাস্টম হল সংলগ্ন বিমানের সুসজ্জিত কাউন্টার থেকে হাজীগণকে জমজমের পানি সরবরাহ করা হয় এবং বিমানের পক্ষ থেকে হাজিগণকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
