দুর্বৃত্তের হা’মলায় এক চিকিৎসক নি’হত

Cumilla24

২৭ দিন আগে শনিবার, আগস্ট ২৩, ২০২৫


#

রাজশাহীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গোলাম কাজেম আলী আহমেদ নামে এক চিকিৎসক নিহত হয়েছেন।  

২৯ অক্টোবর রোববার রাতে চেম্বার শেষে বাড়িতে ফেরার পথে মহানগরীর বর্ণালীর মোড়ে তার উপর হামলা করা হয়।

পরে সেখান থেকে উদ্ধার করে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের নেওয়ার কিছুক্ষণ পরই মৃত্যু হয় তার।

নিহত গোলাম কাজেম আলী আহমেদ চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ। রাজশাহী মেডিকেল কলেজের ৪২তম ব্যাচে এমবিবিএস পাস করেন তিনি। পরে এফসিপিএস (ডারমাটোলোজি) ও ডিডিভিসহ (বিএসএমএমইউ) বিভিন্ন ডিগ্রি অর্জন করেন তিনি। তার স্ত্রীও একজন চিকিৎসক। তিনি মহানগরীর উপশহর এলাকায় তার শ্বশুরবাড়িতে থাকতেন।

এ তথ্য নিশ্চিত করেছেন, রামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মুকুল হোসেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied