খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
৫ ঘন্টা আগে সোমবার, মে ১৯, ২০২৫

সিরাজগঞ্জের রায়গঞ্জ
উপজেলার সলঙ্গায় ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
২৩ আগস্ট বুধবার বিকেলেএ ঘটনাটি ঘটে সলঙ্গা থানাধীন ঘুড়কা ইউনিয়নের বাসুদেবকোল
দক্ষিনপাড়ায়।
স্বজনরা
সন্ধ্যার দিকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে। মৃত শিশুরা হলো, বাসুদেবকোল দক্ষিণপাড়া
গ্রামের মনিরুল ইসলাম লাবুর ছেলে অনিক আহম্মেদ (৮) ও আব্দুল করিমের ছেলে সিহাব (৯)।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল
হক বলেন, বিকেলে বাড়ির পাশে ডোবার পাড়ে খেলতে যার সিহাব ও অনিক। খেলতে খেলতে
দুজনেই পানিতে পড়ে ডুবে যায়। শিশু দুইটিকে অনেক খুঁজা খুঁজি করেও তাদের সন্ধান
পায়নি স্বজনরা। পরে শিশু দুইটির মরদেহ উদ্ধার করা হয় ডোবা থেকে।
