জলাতঙ্ক রোগে আক্রান্ত পাগলা কুকুরের কামড়ে আহত ৪০

Cumilla24

১৪ দিন আগে শনিবার, আগস্ট ২৩, ২০২৫


#

ময়মনসিংহে জলাতঙ্ক রোগে আক্রান্ত একটি পাগলা কুকুরের কামড়ে ৪০ জন আহত হয়েছেন। এর মধ্যে নারী-পুরুষ ও শিশুও রয়েছে।

এ ঘটনায় ভয় ও আতঙ্ক সৃষ্টি হয়েছে নগরবাসীর মধ্যে।  

এ ঘটনাটি বুধবার (৯ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর ৪ নম্বর ওয়ার্ডের গোহাইলকান্দি ও জামতলা এলাকায় ঘটে।  

নগরীর সূর্যকান্ত এস কে হাসপাতালের মেডিকেল অফিসার ডা. প্রজ্ঞানন্দ নাথ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

নগরীর সূর্যকান্ত এস কে হাসপাতালের মেডিকেল অফিসার ডা. প্রজ্ঞানন্দ নাথ বলেন, নগরীর গোইলকান্দি ও জামতলা এলাকায় ৪০ জন কুকুরের কামড়ে আক্রান্ত হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে তাদের। এছাড়াও সম্প্রতি ময়মনসিংহে আক্রমণ বেড়েছে কুকুর, বিড়াল ও শিয়ালের। ফলে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৪০ জন আক্রান্ত ব্যক্তিকে দিতে হচ্ছে চিকিৎসা। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। ঘটনার সাথে সাথে আক্রান্ত স্থান ভালো ভাবে কাপড় ধোঁয়ার সাবান দিয়ে ধুঁয়ে নিতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে।  

এ বিষয়ে ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) মেয়র মো. ইকরামুল হক টিটু জানান, কুকুর নিধনে নিষেধাজ্ঞা রয়েছে উচ্চ আদালতের। তবে সম্প্রতি নগরীতে বেড়েছে কুকুরের উপদ্রব। খুব দ্রুতই নেওয়া হবে প্রয়োজনীয় পদক্ষেপ।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied