২৮ হাজার পিস ইয়াবাসহ ৪ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড

Cumilla24

১৭ দিন আগে সোমবার, মে ১৯, ২০২৫


#

৪ সেপ্টেম্বর সোমবার রাতে কক্সবাজারের টেকনাফে ২৮ হাজার পিস ইয়াবাসহ চার পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।  

৫ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান।

আটককৃতরা হলো:, ইয়াছিন (৩৬), সলিম (৪০), আব্দুর রহমান (৩০), হামিদ হোসেন (৪৫)।

লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান বলেন, ৪ সেপ্টেম্বর সোমবার রাতে ইয়াবার একটি চালান মিয়ানমার থেকে টেকনাফের মুন্ডার ডেইল ঘাট হয়ে বাংলাদেশে প্রবেশ করবে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাত দেড়টার দিকে মুন্ডার ডেইল ঘাটে একটি ফিশিং বোট থেকে সন্দেহজনক চার ব্যক্তিকে থামার সংকেত দিলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে কোস্টগার্ড সদস্যরা ধাওয়া করে তাদের আটক করেন। তাদের তল্লাশি করে ইয়াছিনের কাছে থাকা একটি পলিব্যাগ থেকে ২৮ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান আরও জানান, জব্দকৃত ইয়াবা ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied