২৬ লাখ টাকা খরচ করে মানুষ থেকে নেকড়ে হলেন!

Cumilla24

৯ দিন আগে মঙ্গলবার, অক্টোবর ৭, ২০২৫


#

নিজেকে নেকড়ে রূপে দেখার স্বপ্ন দেখতেন ছোটবেলা থেকেই। সেই স্বপ্ন পূরণ করতে ২৬ লাখ টাকা খরচ করেছেন জাপানি এক যুবক।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, সে যুবকের নাম তোরু উয়েদা। তিনি পেশায় প্রকৌশলী। চলতি বছরের শুরুতে তাকে নেকড়ের পোশাকটি হস্তান্তর করা হয়েছে। পোশাকটির জন্য জাপানি মুদ্রায় খরচ হয়েছে ৩০ লাখ ইয়েন। বাংলাদেশি টাকায় যার মূল্য ২৬ লাখেরও বেশি টাকা। এই পোশাক পরে তোরু উয়েদা অনেক ছবি তুলেছেন। তার এই অদ্ভুত পোশাকের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। জেপেট ওয়ার্কশপ নামে একটি প্রতিষ্ঠান তার এ পোশাকটি তৈরি করেছে। প্রতিষ্ঠানটি সিনেমা ও টিভি অনুষ্ঠানের জন্য বিশেষ বিশেষ পোশাক ও কস্টিউম তৈরি করেন। এই নেকড়ে পোশাকটি তৈরি করতে তাদের ৪জন কর্মীর ৭ সপ্তাহ সময় লেগেছে।

তোরু উয়েদা বলেন, এই পোশাক পরলে মনে হয় আমি আর মানুষ নেই। আমি সব ধরনের মানবীয় সম্পর্ক থেকে মুক্ত। সব ঝামেলা, কাজ ও অন্যান্য বিষয় ভুলে যাই। আমি যখন আয়নায় তাকাই, একটি নেকড়ে দেখতে পাই। 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied