৩৮ বছর নখ কাটেননি
৭ দিন আগে সোমবার, মে ১৯, ২০২৫
তার নাম মেলভিন ফিজেল বুথে। তিনি জীবনের ৩৮ বছর হাতের নখ কাটেননি। ১৯৭০ সাল থেকে হাতের নখ কাটেননি মেলভিন। তিনি ২০০৯ সালে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড করেন । মেলভিন মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের পন্টিয়াক শহরের বাসিন্দা ছিলেন । ২৭ বছর পন্টিয়াক জেনারেল হাসপাতালে চাকরির পর অবসর নেন। এর আগে মার্কিন সেনাবাহিনীতে কাজ করেছিলেন। সবকিছু আর ১০জন স্বাভাবিক মানুষের মতো হলেও তিনি একটি বিষয়ে সবার থেকে আলাদা ছিলেন । মেলভিন বিশ্বের সবচেয়ে লম্বা নখ পুরুষ বিভাগে রেকর্ড করেন । এমনকি এখনো এই বিভাগে তার রেকর্ড ভাঙতে পারেননি কেউ। তার নখের দৈর্ঘ্য ৯.৮৫ মিটার বা ৩২ ফুট ৩.৮ ইঞ্চি। তার বা হাতের বৃদ্ধাঙ্গুলির দৈর্ঘ্যই ছিল ১১৪.৩ সেমি বা ৪৫ ইঞ্চি। রেকর্ড করার ৭মাস পরই মারা যান মেলভিন।
সূত্র:
গিনেস ওয়ার্ল্ড রেকর্ড
