২০ কেজি ভারতীয় রূপাসহ এক নারী আটক

Cumilla24

১৯ দিন আগে সোমবার, মে ১৯, ২০২৫


#

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদায় প্রায় ২০ কেজি ভারতীয় রূপাসহ শাহানাজ খাতুন (৪০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

আটককৃত শাহানাজ খাতুন চুয়াডাঙ্গার দামুড়হুদা বিষ্ণুপুর গ্রামের রুস্তম আলীর স্ত্রী।

২ অক্টোবর সোমবার দুপুরে তাকে আটক করা হয় দামুড়হুদা বিষ্ণুপুর গ্রাম থেকে।

পুলিশ জানায়, পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল মামুনের নির্দেশে দামুড়হুদা মডেল থানার ওসি আলমগীর কবীরের নেতৃত্বে থানার এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ গোপনে সংবাদের ভিত্তিত্বে দুপুরে দামুড়হুদার বিষ্ণুপুর গ্রামে অভিযান চালিয়ে গ্রেফতারকৃত শাহানাজ খাতুনের ঘরে সিমেন্টের বস্তা দিয়ে তৈরি বাজারের ব্যাগ থেকে ১৬টি বান্ডেলে ১৯ কেজি ৯৯৮ গ্রাম ভারতীয় রুপা জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২০ লাখ ৬৪ হাজার টাকা।

আটক নারীর বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানান, চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন।


global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied