১৮ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক
১ দিন আগে মঙ্গলবার, অক্টোবর ৭, ২০২৫

ফেনী রেলওয়ে স্টেশন এলাকা থেকে ১৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
আজ (৬ অক্টোবর) ফেনী র্যাব-৭ এর একটি টিম অভিযান চালিয়ে আটক করে জাহেদ হোসেন (২৩) ও আয়েশা আক্তার (৪৪)-কে। জাহেদ টেকনাফ উপজেলার জাহিদি মোডা নোয়াপাড়া এলাকার নুর হোসেনের ছেলে। আর আয়েশা কক্সবাজার সদর উপজেলার পাহাড়তলি এলাকার উসমান গনির স্ত্রী।
র্যাব জানায়, গোপন সংবাদে মাদক পরিবহণের খবর পেয়ে তারা সাদা পোশাকে রেলওয়ে স্টেশন এলাকায় অবস্থান নেয়। রাত সাড়ে ১০টার দিকে র্যাবের উপস্থিতি টের পেয়ে এক নারী ও এক পুরুষ পালানোর চেষ্টা করলে র্যাব তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে লাকসাম রেলওয়ে থানা (জিআরপি) পুলিশের কাছে মাদকসহ আটককারীদের হস্তান্তর করেছে।